
মোঃ তারেক রহমান :সিরাজগঞ্জের শাহজাদপুরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। শাহজাদপুর বিএনপি’র দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরো। এবং সঞ্চালনা করেন শাহজাদপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ এম এ মুহিত শাহজাদপুর বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ। শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ। উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার মিয়া। সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রায়হান উদ্দিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। এবং শাহজাদপুর বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
এ সময় শাহজাদপুর উপজেলা বিএনপি’র আরো অন্যান্য দলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।










