
মোঃ জাহিদ হোসেন :বরিশালের হিজলায় ডাকাত দলের সর্দার ও গরু চোরের সম্রাট বোবা রত্তন ওরফে রত্তন রাড়ী সহ দুই ছেলে মাইদুল রাড়ী ও উজ্জল রাড়ী এবং মোহাম্মাদ আলী,কামাল রাড়ী সহ মোট ৫ জনকে আটক করে জনতা ৷জানা যায় মঙ্গলবার সন্ধ্যার সময় স্থানীয় জনতা দুই টি চোরাই গরু সহ রত্তন রাড়ীর জামাতা কে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের একতা বাজারে স্থানীয় জনতা আটক করে।এ ঘটনার পরে স্থানীয়রা চোরকে পার্শবর্তী চর হিজলা বাজারে নিয়ে যায়। তখন রত্তন রাড়ী তার ছেলেদের সহ দলবল নিয়ে তাকে ছিনিয়ে আনতে যায়। এ সংবাদে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে একটি দোকানে তালাবদ্ধ করে রাখে। সেখানে স্থানীয়রা লাটিসোটা নিয়ে তাদের হামলা করার প্রস্তুতি নেয়।
এ সংবাদ শুনে হিজলা থানার এস আই আরাফাত সহ পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থানে পৌছালে জনতার রোষানলে পড়েন। তখন হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে উত্তোজিত জনতাকে শান্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে থানা হেফাজতে নিয়ে আসে।
এ ঘটনায় স্থানীয় সাইফুল ইসলাম সাংবাদিকদের জানায়, বোবা রত্তন আর্ন্তজেলা ডাকাত দলের সর্দার।তার এলাকায় শতশত চোরাই গরু রয়েছে। বোবা রত্তন রাড়ীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ বিভিন্ন চুরি ডাকাতির মামলা রয়েছে। সে বর্তমানে দক্ষিনাঞ্চলে কুখ্যাত গরু চোর চক্রের হোতা।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান বোবা রত্তন ও তার ছেলেদের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাই তাদেও বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










