মো:জাহিদুল ইসলাম : হত্যা মামলা দিয়ে নানাভাবে পুলিশ হয়রানি বন্ধ করার দাবিতে মানববন্ধন করেন। (২২অক্টোবর রোজ মঙ্গলবার) গাইবান্ধা বল্লমঝাড় ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে এ সময় বক্তব্য দেন, মোছা: শাহিদা বেগম, আয়েশা, আশা, মো:রাশেদুল ইসলাম আসামি, বকুল মিয়া, নিজামউদ্দিন , বক্তারা বলেন,( ৫ সেপ্টেম্বর) সকালে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এ সময় সোহরাব মিয়ার স্ত্রী জান্নাতি বেগম, টেলিভিশনের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়, পরে তাকে বাঁচাতে গিয়ে কাকলি নামে এক গৃহবধূ আহত হন, পরে ঘটনা স্থল থেকে জান্নাতি বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়া যায়, কিন্তু কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।এরপর পারিবারিক কবরস্থানে জান্নাতি বেগমকে দাফন করা হয়,পরের দিন জান্নাতি বেগমের স্বামী সোহরাব মিয়ার কাছ থেকে জান্নাতি বেগমের বাবার বাড়ির লোকজন পাঁচ লাখ টাকা দাবি করেন সেই টাকা না দেওয়ায় বিজ্ঞ আদালতে জান্নাতি বেগমের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন ,আদালতের নির্দেশে (৩০ সেপ্টেম্বর) জান্নাতি বেগমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়ও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বক্তারা, আরো বলেন মামলার পর থেকে পুলিশ নানাভাবে হয়রানি করতেছে আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই, প্রমাণ না করায় আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না পুলিশের হয়রানিতে আমরা দিশেহারা হয়েছি ও মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।