প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
দুর্গাপুরে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরশেদ আলম : নেত্রকোনার দুর্গাপুুরে আবুল কালাম (৩১) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর ) দুপুরে উপজেলার বিরিশিরি ইউয়িনের নোয়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম ওই এলাকার মৃত জমির আলী দেওয়ান এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন আবুল কালাম । মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে বালু গদিঘরে এসে ঘুমিয়ে পড়ে সে। বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তার মুঠোফোনে বার বার কল দিলে সে রিসিভ করেনি। পরবর্তীতে তার ভাতিজা শাওন চাচার খোঁজে ওই গদিঘরে এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো। ওইসময় তার চাচাকে ডাক দিলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন কে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে আবুল কালামের নিথর দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
এ ব্যপারে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো পাঠিয়েছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com