স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীতে আল সূফী বার্তা উপদেষ্টা, শিবপুর দরবার শরীফে বাৎসরিক ওরসের আখেরি মোনাজাতের ছদারতকারী ও পদুয়া দায়রা শরীফের খলিফা সূফী মুহাম্মদ শহীদুল ইসলাম চিশতীর দাফন সম্পূর্ণ হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার পূর্ব বারাহীপুর জনিজ বাড়িতে সূফী মহোদয়ের জানাজার নামাজ শেষে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।
জানাজা নামাজে ইমামতি করেন মুফতি আবদুল আলিম আল কাদেরী।
তিনি গতকাল সদর উপজেলার মনিপুর চিশতি মঞ্জিলে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
সূফী ব্যাক্তিত্ব শহীদুল ইসলাম চিশতীর মৃত্যুতে শোক প্রকাশ করেন পদুয়া দায়রা শরীফের পির আওলাদে রাসুল সৈয়দ মাসুক চিশতী, জিএম শহিদুল্লাহ, আহলে সুন্নাত নেতৃবৃন্দ মাওলানা শামসুদ্দোহা, দেলোয়ার হোসেন নয়ন, আমানতপুর দরবারের সূফী গোলাম মাওলা, মোঃ টুটুল, গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, সূফী সাহিত্য পাঠাগারের আলি আকবর ও সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীসহ প্রমুখ নেতৃবৃন্দ।