তৌহিদ : নওগায় সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী হামলার শিকার হলেন মাল্টিমিডিয়া নিউজ পোটাল বার্তা- ২৪ ডট কমের নওগা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম (২৫) .মঙ্গলবার ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের চাকলা বাজার এলাকায় নাহিদ হোসেন নামক এক যুবকের নেতৃত্বে প্রকাশ্যে ১৫/২০ জন সন্ত্রাসী এই কর্মকান্ড চালায়।নাহিদ নওগা সদর উপজেলার বক্তারপুর গ্রামের গোলামের ছেলে।তার সহযোগী পলাশ ও তার বাবা উকিল মিয়া শহরের হরিপুর এলাকার বাসিন্দা। সাথে থাকা অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।স্হানীয়রা আহত সাংবাদিক শহিদুলকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।