তৌহিদ : বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মেহেরপুরে ইটালির তৈরী একটি পিস্তল উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার ২৩ অক্টোবর সকালের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় জনৈক বাবলুর বাড়ির পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর মেজর জাহিনের নেতৃত্বে অস্ত্র উদ্ধার এবং ৩ জনকে আটক করা হয়,আটককৃত ৩ জন হল মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল এবং মিন্টুর ছেলে সাইফুল ইসলাম। গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর মেজর জাহিনের নেতৃত্বে জতারপুর এবং দারিয়াপুরে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম, এনামুল এবং সাইফুল ইসলামকে আটক করার পর সকালের দিকে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইতালির তৈরি কৃত ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করেন, পরে তাদের মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়,এ ঘটনায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।