নিজস্ব প্রতিবেদক আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। 21/10 /2024 সোমবার বেলা ১টায় বিভিন্ন দপ্তরে তারা
সাক্ষাৎ করেন। দপ্তরগুলো হলো আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর, উপজেলা মাধ্যমিক কর্মকর্তার দপ্তর, প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তর ও আলমডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ সময়ে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন ও আলমডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেস উদ্দীন, দৈনিক শেয়ার বিজ ও ডেইলি ইভিনিং নিউজ এবং আজকের খাসখবর পত্রিকার মফস্বল সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি শফিউল আলম বকুল, ফেডারেশনের উপজেলা কমিটির সেক্রেটারী মাসুদ রানা, কলেজ পরিষদের সদস্য প্রভাষক আব্দুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষক পরিষদ সদস্য শাহিনুর ইসলাম ও আব্দুর রাজ্জাক ও সাংবাদিক আমান উদ্দিন প্রমুখ।