
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা’র আলমডাঙ্গা উপজেলা শাখার কর্মীরা। সোমবার রাত নয়টায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় । এ সময় সংস্থার বিভিন্ন কার্যাবলি নিয়ে বিষদ আলোচনাসহ মানবাধিকার লঙ্ঘন, সালিশী কার্যক্রম পরিচালনা, নারী নির্যাতন, বিভিন্ন প্রতারক চক্র, মাদকাসক্ত, বাল্যবিবাহ, দুর্নীতি, পারিবারিক কলহসহ সামাজিক ব্যাধি নিরসনে ওসির সহোযোগিতা চাওয়া হয়।
এ সময় ওসি মাসুদুর রহমান আলমডাঙ্গায় মাদকাসক্ত, নারী নির্যাতনসহ আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে যাবতীয় সহোযোগিতা করার আশ্বাস দেন ।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিক্ষক বিল্লাল হোসেন(অবঃ) ও অধ্যক্ষ আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আল-আমিন হোসেন, নির্বাহী সভাপতি সাইদ মোহাম্মদ হিরন, সহ সভাপতি মানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,আইন সচিব মাসুদ রানা,শিক্ষা বিষয়ক সচিব মোস্তাফিজুর রহমান তসলিম,আন্তর্জাতিক বিষয়ক সচিব রাকিব হাসান রনি, স্বাস্থ্য সচিব শাহরিয়ার কাজল, ধর্ম সচিব শাহিন সাহিদ, প্রশিক্ষণ সচিব হারুন অর রশীদ, সহ, প্রশিক্ষণ বিষয়ক সচিব মিনারুল ইসলাম, উপ ত্রাণ ও পুনর্নাসন বিষয়ক সচিব সুলতানুল তাইফু।










