
তৌহিদ : নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর কুমারের মৃত্যু হয়েছে। ১৯ অক্টোবর শনিবার রাজধানীর রামপুরা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।রামপুরা থানার এস আই খান আব্দুর রহমান জানান,কিশোর কুমারের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো।৪/৫ দিন যাবত কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলনা।হঠাৎ করে পাশের ফ্লাটের লোকজন বাহির থেকে দূর্গন্ধ পেলে ৯৯৯ নম্বরে কল দেয়। তখন পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। তার জনপ্রিয় গানের মধ্যে ছিলো কি ছিল আমার।নব্বই দশকে তার অনেক গুলি এলবাম বের হয়।তার গাওয়া গান গুলির মধ্যে – কি ছিলে আমার,সেই দুটি চোখ তোমার কোথায়,তুমি শুধু আমারই জন্য, মুখ বলো ভালবাসি, আমি মরে গেলে জানি তুমি ইত্যাদি উল্লেখযোগ্য।উত্তম আকাশ পরিচালিত বাংলা ছায়াছবি “কে অপরাধী ” ছবিতে ওমর সানির লিপে কি ছিলে আমার গানটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়।কন্ঠ শিল্পী মনি কিশোর মাগুরা এজি একাডেমির ছাত্র।










