আলমডাঙ্গা পৌরবাজারের ডিমের আড়ৎ, কাঁচাবাজার, চাউলের দোকান, মাংসের দোকান মনিটরিং করা হয়েছে। এসময় দোকানের মূল্যতালিকা যাচাই, ডিমের পাইকারি বিক্রেতাদের রশিদ যাচাই, জনগণকে সরকার নির্ধারিত মূল্য অবগত করা, বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ে সচেতন এবং সতর্ক করা হয়। চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সজল আহম্মেদ ও আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার সকাল এগারোটায় আলমডাঙ্গা পৌর কাঁচাবাজার ডিমের আড়ৎ, ভ্রাম্যমাণ অভিযান হয়। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি এবং মূল্যতালিকা পরিদর্শন ব্যাতীত কাঁচা তরকারি বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় সরন ডিমের আড়ৎ কে ১৫০০০ টাকা,মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম কে ৫০০০ টাকা ও আজলো ৩০০০ টাকা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৫ ধারায় জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সজল আহম্মেদ ও আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাফুজ রানা,ছাত্র প্রতিনিধি, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি; স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।