স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে রোজী টেলিকম মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৯ অক্টোবর শনিবার সকাল ৭টায় উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। দোকান মালিক মজিবুল ইসলাম জানায় গত ১৮ অক্টোবর শুক্রবার রাতে যথারীতি দোকান বন্ধ করে চলে যান। ১৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৮টায় দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। দ্রুত সাটার খুলে দোকানের ভেতর প্রবেশ করে দেখতে পাই ৩৫টি মোবাইল ও ক্যাশবক্স থেকে নগদ ৫হাজার টাকা এবং ১লক্ষ টাকার রিচার্জ কার্ড চুরি হয়ে গেছে, যার বাজার মুল্য প্রায় ১০লক্ষ টাকা। পরে দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় ৭টা ৫ মিনিটের সময় চোর দোকানের ভেতর প্রবেশ করে এবং চুরি শেষে ৭টা২৫ মিনিটের সময় দোকান থেকে পালিয়ে যায়। দোকান মালিক মজিবুল ইসলাম বলেন, গত ২২ বছর ধরে ব্যবসা করে আসছি এই বাজারে কিন্তু সকালে এমন দুর্ধর্ষ চুরি এই প্রথম দেখলাম তাও আবার মুখোশ বাদে। এদিকে বিগত কিছুদিন ধরে আলমডাঙ্গাতে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে মধ্যে দিন পার করছে সাধারণ মানুষ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান চুরির ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেছি এবং দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরার মেমোরী কার্ডসহ বেশকিছু তথ্য সংগ্রহ করেছি যা যাচায় বাছায় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।তবে এখন পর্যন্ত দোকান মালিক লিখিত কোন অভিযোগ থানা দেন নাই।