
কাজী আহসানুল হাবিব : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫ নং শ্রীফলতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করছেন,অত্র ওয়ার্ডের সুযোগ মেম্বার মোহাম্মদ কবির খান। ইউনিয়ন পরিষদের বরাদ্দের ভিত্তিতে প্রায় ২০০ মিটার নতুন ড্রেন তৈরি করা হয়েছে।পাশাপাশি ইছামদ্দিন বাড়ি হতে -আজাদ মেলেটারির বাড়ি পর্যন্ত প্রায় ১০০ ফুট রাস্তা ইটের সলিং করা হচ্ছে। মেম্বার কবির খানের সাথে আলাপ করে জানাযায়, বরিয়াবহ টু কালিয়াকৈর ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তাটি পাকা হলেও, বড়দল গ্রামের অংশটুকু নিচু হওয়ার কারণে, আশপাশের বাড়ির পানি নেমে রাস্তায় জমা হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে এখানে ড্রেনেজ ব্যবস্থা করা খুবই জরুরি ছিল। বিধায় পরিকল্পনামাফিক রাস্তার পাশ দিয়ে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হলো। এছাড়াও বরদল রাজ্জাক মিয়ার বাড়ির উত্তর পাশের পাড়া টুকু কাঁচা রাস্তা হওয়ার কারণে পিছনের দিকে থাকা বাড়িগুলোর জনগণের চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হয়। তাই জনগণের সুবিধার্থে এই কাজটি করা হয়েছে।এব্যাপারে ভুক্তভোগী জনগন মেম্বার এর উদ্যোগ কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।










