নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলায় দায়িত্বরত থানার ৩জন অফিসার কে, সদ্য বদলি জনিত কারণে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অদ্য ১৫ অক্টোবর, ২০২৪ (মঙ্গলবার) রাত ৯:০০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে থানা কর্তৃক সদ্য বিদায়ী ৩ জন অফিসারকে যথাক্রমে, এসআই (নিঃ)/ মোঃ আবির গোলদার, এসআই (নিঃ) মোঃ জয়নাল মোল্লা, এএসআই (নিঃ) মোঃ আফজাল হোসেন ফাহাদ, বদলি জনিত “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান সম্পন্ন করা হয়। উক্ত বিদায়ী অফিসারদের সংবর্ধনা সহ সম্মাননা স্মৃতি বিদায়ক ক্রেষ্ট প্রদান করা হয়। কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোলায়মান - বলেন, যেকোনো সরকারি চাকরিজীবী,কর্মকর্তা -কর্মচারী, বিশেষ করে প্রশাসনিক ও থানা পুলিশ দীর্ঘদিন একই স্থানে থাকতে পারে না, আমরা যারা আছি বিভিন্ন উপজেলার আলাদা বাবা-মায়ের সন্তান, তবুও চাকরি জীবনে সকলে মিলে মিশে পারিবারিক বন্ধনের ন্যায় মায়ায় জড়িয়ে সুখে-দুখে কর্ম ক্ষেত্রে পাশে থাকি। তিনি আরো বলেন হয়তো আমাদের আবার কোথাও দেখা হবে, তাই আমাদের বন্ধন ভালোবাসা সুসম্পর্ক এবং উক্ত থানার স্মৃতি বিজড়িত রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অফিসার্স ইনচার্জ মোঃ সোলায়মান সদ্য বিদায়ী ৩ অফিসার কে ক্রেস্ট প্রদান ও ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা শেষে উপস্থিত সকলকে নিয়ে সান্ধ্য ভোজের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার কর্তব্যরত ৪০জন অফিসার সহ কনস্টেবল।