
নুরুজ্জামান খোকন: পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অদ্য ১৪অক্টোবর ২০২৪ (সোমবার) সকাল ১০ ঘটিকার সময়, মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খান মোহাম্মদ আবু নাসের পুলিশ সুপার পিরোজপুর। এ ছাড়াও পিরোজপুর জেলায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ আইন-শৃঙ্খলা রক্ষা সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তাগন। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা- ২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সহ সকল প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসক সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন- বর্তমানে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের কার্যক্রম বৃদ্ধি, রাতে পুলিশি টহল জোরদার, স্কুল-কলেজ চলাকালে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধকরণ সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।










