
মোঃ তারেক রহমান : দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হলো। দেবীকে বিদায় জানাতে শাহ্জাদপুরে করতোয়া নদীর তীরে জড়ো হয়েছেন হাজারো ভক্ত। চার দিনের আনুষ্ঠানিকতা শেষে আজ রোববার (১৩ অক্টোবর) পঞ্চমদিনে মর্ত্যলোক থেকে বিদায় নেবেন দেবী দুর্গা। এদিন বিকাল ৫ টা থেকে শাহ্জাদপুর করতোয়া নদীতে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। শাহ্জাদপুর সহ বিভিন্ন নদীর ঘাটে হাজারো মানুষ প্রতিমা বিসর্জন দেখার জন্য জড়ো হয়েছেন। বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত হন, আবার অনেকেই এ মুহূর্তটি উদযাপন করতে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তাই এর প্রস্তুতি শুরু হয় যেন অনেক আগে থেকেই। প্রথমেই প্রতিমা কারিগরদের হাতের ছোয়া গড়ে ওঠে মনোমুগ্ধকর দুর্গাপূজার প্রতিমা। দেবীর আবাহন ঘটস্থাপন অধিবাস, বোধন এবং মহাষষ্ঠী বিহীত পূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজার মণ্ডপ গুলো সেজে ওঠে বর্ণাঢ্য সাজে এবং দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলীরা মেতে ওঠে পূজার আনন্দে। ঢাক-ঢোল, কাঁসা,শঙ্খ এবং বক্সের আওয়াজে মুখরিত হয়ে উঠে বিভিন্ন পূজার মণ্ডপ। তাদের দুর্গাপূজা চলাকালীন তারা অনেকেই বিভিন্ন পূজার মন্ডপগুলোতে দুর্গার প্রতিমা দেখতে বের হন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় অর্থাৎ পালকি চড়ে কৈলাশ থেকে পৃথিবী আসেন এবং হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে দেবী দূর্গা কৈলাশে বা স্বর্গে বিদায় নেন ঘোড়ায় চড়ে। হিন্দু ধর্মাবলম্বীরা জানান তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার অনেক ভালোভাবে কেটেছে এবং বিজয়া দশমীর দিনে তারা দুঃখ প্রকাশ করবেন।










