নীলফামারীর কিশোরগঞ্জে কলাগাছ কর্তনের জের ধরে উপজেলার খামার গারাগ্রাম ডাঙ্গাপাড়ায় হত্যামালার আসামী আলিফা বেগম পুলিশের হাতে ধরা পড়ায় আলিফা বেগমের বসত বাড়ি হয়ে পড়ে শূন্য আবাস স্থলে।এদিকে বাড়িতে তালা ঝুলিয়ে সেই চাবিও কারাগারে যাওয়ার সময় নিয়ে যান এই আলিফা বেগম। ঘটনার এক পর্যায়ে আলিফা বেগমের সাথে কারাগারে স্বাক্ষাৎ করার জন্য যান আটক হওয়া আলিফার প্রতিবেশি সোনাই বেগম।আলিফা বিশ্বস্ততার জেরে বাড়ির সেই চাবি দেন সোনাইর হাতে। কথা হলে এই সোনাই জানান,আমাকে দুলুর বউ চাবি দিলে আমি ওখানে উপস্থিত জিয়ন ইসলাম ওরফে জমিদার হাতে চাবিটা জমা দেই।পরবর্তীতে এই চাবির বিষয় আর কিছু জানা নেই আমার। এদিকে চাবি হাতে পেয়ে জিয়ন ইসলাম ওরফে জমিদার আলিফা বেগমের বাড়িতে থাকা আসবাবপত্র, গৃহপালিত পশুসহ সবকিছু একটি আটোভ্যান যোগে বের করে নিয়ে যায় দিনের আলোয় বলে জানান আলিফার বাড়ির পাশে বসবাসরত একাধিক প্রতক্ষ্যদর্শী মানুষ।এবারে এমন একটি ঘটনার বেড়াজাল তৈরি করে হত্যা মামলার বাদীদের ঘায়েল করতে নতুন কৌশলে পা বাড়াতে প্রস্তুতি নিচ্ছেন এই জিয়ন ইসলাম ওরফে জমিদার তিনি হলেও হত্যা মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীদের মূল চালিকা শক্তি(মাধ্যম)। নিজেই মালামাল বের করে নিয়ে গিয়ে আবার অন্যের ঘারে দোষ চাপানোর পায়তারায় মাতোয়ারা এই জিয়ন ইসলাম ওরফে জমিদারের নীলনকশায় নিরপরাধ কোন মানুষকে যেন ফাঁসতে না হয় এমন দাবির কথা আজ এলাকার প্রতিটি সচেতন মহলের নাগরিকের মুখে মুখে।