
তৌহিদ,সহসম্পাদক : ফরিদপুরে মদ পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে।নিহতরা হলেন- ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস(২০)। তিনি মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অন্যজন হলেন- সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে ঘটনার বিবরণীতে জানা যায় যে ফরিদপুরে পূ’জা’র ম’ণ্ড’প থেকে ফিরে ব”মি করতে থাকন দুই তরুনী, অবস্থা বে’গ’তি’ক দেখে তাঁদের দ্রুত হা’স’পা’তা’ল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন একজন ও অপরজনকে হা’সপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। নি’হ’ত এক তরুণীর খালা জানিয়েছেন, দুজনেই বাইরে ম’দ পান করে এসেছিলো।
ভিউ: ৩৩৩










