
মো:রুবেল মিয়া : টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ৬নংআনাইতারা ইউনিয়নে আজ ১১ই অক্টোবর ২০২৪: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল মির্জাপুর উপজেলার শাখার সম্মানিত সদস্য ও আনাইতারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো:শহিদুল ইসলাম মানিক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্দির পরিদর্শন করেন। প্রতিনিধি দলে মির্জাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রবীণ রাজনীতিবিদ হাজী আইয়ুব আলী খান, মির্জাপুর উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো:রুবেল মিয়া, আনাইতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:সাদেক মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন,আানাইতারা ইউনিয়ন কৃষক দলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব জিহাদ মিয়া,ছাত্রদল নেতা মারুফ হোসেন, অনিক সহ স্থানীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এই পরিদর্শনটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। মন্দির পরিদর্শনের সময় বিএনপির প্রতিনিধিরা পূজা মন্দিরের সভাপতি, সেক্রেটারি, আনসার সদস্যসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরের সভাপতি ও সেক্রেটারি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের ধন্যবাদ জানান এবং শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সম্মান জানান। পরিদর্শনকালে বিএনপি নেতা শহিদুল রহমান মানিক বলেন,বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতারা প্রতিটা মন্দির পাহারা দিচ্ছে, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি, এই বাংলার মাটিতে যার জন্ম, সে বাঙালি। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমাদের পরিচয় আমরা মানুষ, বাঙালি জাতি। যার যে ধর্ম, সে তা স্বাধীনভাবে পালন করবে। ইসলাম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে শিখিয়েছে, মন্দির বা প্রতিমা ভাঙচুর করা ইসলাম ও বিএনপি সমর্থন করে না। স্থানীয় মন্দির কমিটি জানায়, তারা এই ধরনের আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করবে।










