মো: শুভ ইসলাম: গাইবান্ধার সদরে যথাযথ মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।হিন্দু সম্প্রদায়ের ওই ধর্মীয় উৎসব শান্তিপূর্ন ও সু-শৃঙ্খল ভাবে উদযাপনে সহযোগিতা করার লক্ষ্যে গাইবান্ধা উপজেলা ছাত্রদল দুই শতাধিক নেতকর্মী মাঠে কাজ করছেন। ১১০টি পূজামণ্ডপে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ওই দায়িত্ব পালন করছেন।সরেজমিনে উপজেলার গিদারী ইউনিয়নে দেখা গেছে ইউনিয়ন ছাত্রদল মোঃ বিপ্লব মিয়া এর নেতৃত্বে ইউনিয়নের ১২টি পুজা মন্ডপে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে ও পুজোর নিরাপত্তা দিতে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের প্রতিটি পুজোর মণ্ডপে নাগরিক কমিটির প্রতিটি দলে রয়েছে ৮ জন করে সদস্য।দলের সদস্যরা প্রতিনিয়ত মন্দির কমিটির সাথে আলোচনার পাশাপাশি নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। পুজায় এমন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন ছাত্রদল মোঃ বিপ্লব মিয়া বলেন পুজাকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলার ঘটাতে না পারে সেজন্য আমরা কেন্দ্রীয় ছাত্রদল কাজ করে যাচ্ছি। উল্লেখ্য যে, গত বুধবার (২ অক্টোবর) ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে নেমে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার ( ৯ অক্টোবর) থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব সমাপ্ত হবে।