
সাগর আহমেদ জজ : পূর্বধলায় নেত্রকোনা প্রতিনিধি পূর্বধলা জটিয়াবর কালিবাড়ি শারদীয় দুর্গাপূজা অবাধ, সুষ্ঠুভাবে উদযাপনেরbপরিদর্শন ও মতবিনিময় করছেন । উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবিরুল আহসান, উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন প্রকল্প এল ডি পি মোঃ সাইফুল ইসলাম, ও আগিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন চৌধুরী, পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে পাওয়ার থেকে দায়িত্ব পালন করে আসছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অত্র ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে বর্তমানে, কিছু মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যে দিয়ে বিভ্রান্ত না করার নির্দেশ দিয়েছেন পূর্বধলায় সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে তিনি সমাজের সকল স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কর্ণপাত করা থেকে সাবধান থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন। সবাইকে চলমান দূর্গা পূজার ভয় ও স্বাচ্ছন্দে উদযাপন করার জন্য অনুরোধ করেন।










