
এম.টুকু মাহমুদ; ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একমাত্র আধুনিক ইসলামী উচ্চ শিক্ষালয় ৪ নং দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী সাদ্দাম হোসেন মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রজীউন। ১১ অক্টোবর ২০২৪ ইং তারিখ শুক্রবার রাত আনুমানিক ২.৩০ ঘটিকার সময়ে তিনি মারা যান। খোঁজ নিয়ে যানা গেছে তিনি দ্বীর্ঘ্য দিন ব্রেইন টিউমার জনিত রোগে ভুগছিলেন। সাদ্দাম ছিলো নম্র,ভদ্র,সাদা সিদে টাইপের একটি মানুষ। মৃত্যুর পূর্বে তার বন্ধুমহলের কাছে বলে গেছেন; “আমারে সুন্নাত অনুযায়ী (দাফন) শেষ বিদায় দিস” । মহান “আল্লাহ” তোকে “জান্নাতুল-ফিরদাউস” এর মেহমান বানিয়ে নিবেন,ইনশাআল্লাহ– বলে দোয়া করেছেন তার বন্ধ মহল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের মাতম। এলাকাবাসী জানান সে একজন ভালো মনের মানুষ ছিলেন।আমরা শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।










