
সরদার জসিম : ঝালকাঠি জেলা নলছিটি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দর্শনার্থীদের আনন্দ, উৎসব ছিলো দেখার মতো।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে নলছিটি ২৩ টি মণ্ডপে চলছে উৎসব, মুহূর্তের রংবেরঙে আলোকসজ্জার ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। একই সঙ্গে দুর্গোৎসব দিনরাত মন্দিরগুলোতে দুর্গাপূজা চলছে ব্যাপক আনন্দ । ১০ অক্টোবর দ্বিতীয় দিন, অষ্টমী মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ছিলো দেখার মতো এদিকে শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ দেখতে আসেন দর্শনার্থী। কঠোর নিরাপত্তায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে জেলা প্রশাসন নির্দেশনায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে আসছেন। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রা বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলার ২৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের পাশে আছেন। তাই পূজা মণ্ডপে কোন বিশৃঙ্খলা ঘটনা নিয়ে আমরা সংকুচিত নই। নলছিটি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ আলি বলেন, পূজা মণ্ডপগুলোতে কেউ যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেই জন্য পুলিশ সর্বদা কাজ করে আসছেন । প্রতিটা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রামপুলিশসহ স্বেচ্ছাসেবকের বিভিন্ন টিম কাজ করবে। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে।










