
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে ওয়ানশুটার গানসহ মো. হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে আটক করে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা জানতে পারেন যে বিলদুড়িয়া উত্তর গ্রামে কিছু ব্যক্তি অস্ত্রসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে চন্ডিনগর গ্রামের দুলু সরদারের ছেলে মোহাম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার বিকালে র্যাব-৬ গ্রেফতারকৃত মো. হোসেন সরদারকে কালিয়া থানায় হস্তান্তর করে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।










