ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা চুক্তি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় চিনিকলের মোচিক অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারীরা জানান, তারা দীর্ঘদিন যাবত কারখানা, অফিস, ইক্ষু বিভাগসহ বিভিন্ন বিভাগে চুক্তিভিত্তিকভাবে কাজ করে আসছেন। তাদের দাবি, দ্রুত নিয়োগ প্রদান করে তাদের স্থায়ী করা হোক এবং চুক্তিভিত্তিক কাজ থেকে মুক্তি দেওয়া হোক। এছাড়াও, তারা মৌসুমী থেকে স্থায়ী করণের স্থগিত আদেশ প্রত্যাহারের দাবি জানান। বক্তারা দীর্ঘদিন ধরে মোবারকগঞ্জ সুগার মিলে চলে আসা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা ও পালন করবেন।