সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ
Spread the love

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব।

এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মণ্ডপের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। তবে দু-একটি মণ্ডপে চলছে আলোকসজ্জা ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়।এ বছর শিল্পাঞ্চলখ্যাত সাভার ও আশুলিয়া এলাকায় ১৮৮টি পূজামণ্ডপে এই শারদীয় উৎসব পালিত হতে যাচ্ছে ।এর মধ্যে সাভার মডেল থানাধীন এলাকায় ১০৬টি ও আশুলিয়া থানাধীন এলাকায় ৮২টি পূজা মণ্ডপ রয়েছে।সোমবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সবগুলো পূজা মণ্ডপের সকল ধরনের কাজ শেষ হয়ে গেছে। তবে দু-একটি মণ্ডপে চলছে আলোকবাতি ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে শারদীয় উৎসব পালনে প্রস্তুত সাভারের ১৮৮ পূজা মণ্ডপ।আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারাল পাড়া স্বর্গীয় গুরু দোয়াল পলানের আঙিনা সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি শ্রী গোপাল পালান জানান, তারা দুই যুগেরও অধিক সময় ধরে এই পূজামণ্ডপে শারদীয় উৎসব পালন করছেন। এ বছরও সকল দলমত নির্বিশেষে এই স্বর্গীয় গুরু দোয়াল পলায়ন আঙিনা সর্বজনীয় দুর্গা মন্দিরে সকল ধরনের বা সকল ধর্মের মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশা করেন। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়াও ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সেই সাথে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ ও আশুলিয়ার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকার বলেন, পূজার যে ব্যাপারটা বা পূজা উদযাপন উপলক্ষ্যে যে আতঙ্ক থাকে সেটা আমরা কখনো কোন বছরে ফেইস করি না। আমাদের এখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদের থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়ে থাকি। তাছাড়া পূজা শুরু হওয়ার দিন থেকে শেষ পর্যন্ত আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে থাকি।

তিনি আরও বলেন, আমি যেহেতু আশুলিয়া থানার দায়িত্ব প্রাপ্ত আছি। সেহেতু আমাদের আশুলিয়া থানার অন্তর্গত ৮২টি পূজামণ্ডপের প্রত্যেকটির খোঁজখবর আমি নিয়ে দেখেছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা ঘটার সম্ভাবনা নেই।

ঢাকা জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন বলেন, সাভারে এ বছর ১৮৮টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা রয়েছে। এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবীও আছে। আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।

ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ইতিমধ্যে পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বছর আনসার-পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরাও পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31