
মোঃ আকিদুল ইসলাম : ঝিনাইদহ যশোর মহাসড়ক যেন এক মরণফাদ। রাস্তা ভেঙে যাওয়া সহ যেখানে সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে জানজট তৈরি হচ্ছে। ঝুকির ভেতরে গাড়ি চালোক রা।যাত্রীদের ও দুর্ভোগ হচ্ছে সব সময়। একেকটা দুর্ঘটনা যেন লেগেই আছে। কখনো রাস্তার মাঝে খাদে পড়ে গাড়ি ভেঙে যাচ্ছে আবার কখনো উল্টিয়ে যাচ্ছে। রাস্তা মেরামত করছে পিচের উপর ইট দিয়ে।মেরামত করলেও কিছুদিন পরে আবার আগের অবস্থা তৈরি হচ্ছে। এ থেকে মুক্তি পেতে নিরাপদ সড়ক চান যাত্রীরা
ভিউ: ২০৭










