
মোঃ আল আমিন : জয়পুরহাট পাঁচবিবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. কাউসার আলী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় পাঁচবিবি থানায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- পাঁচবিবি থানার সহকারী পরিদর্শক (এসআই) শ্রী সুশান্ত কুমারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ কাউসার আলী (ওসি), পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক, মোহাম্মদ আল কারিয়া চৌধুরী,,দৈনিক জনবাণী পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো: রেজুয়ান হোসেন, , দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন , দৈনিক আমার সংবাদ প্রত্রিকার, উপজেলা প্রতিনিধি। মোঃ আলী আহসান (নয়ন)দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি ও বাংলা ৭১ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন ,দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ অলিউল্লাহ দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি গোলাম মাওলা , মোরসালিন হোসেন লাবিব ,সহ অনেকেই উপস্থিতি ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন সাহেব, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল শেখ, মোঃ সাইদার হোসেন, মোঃ বাবুল হোসেন, মোহাম্মদ মেহেরজ চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা পাঁচবিবি সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ে তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ ওসি মো: কাওসার আলী পাঁচবিবি কে শতভাগ মাদক মুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন। সাংবাদিক ও পুলিশ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সবকিছুই সম্ভব বলে জানান তিনি।










