নুরুজ্জামান খোকন: অদ্য ৫/১০/২০২৪ তারিখে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে পিরোজপুর থেকে নিখোঁজ কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় জেলা পুলিশ।
জনৈক মোঃ শেখ তরিকুল ইসলাম রাজীব পিতাঃ নুরুল ইসলাম, গ্রামঃ হোরের হাওলা, থানা ও জেলাঃ পিরোজপুর।
গত ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার থানায় হাজির হয়ে জানায় যে, তার শ্যালক মোঃ আল আমিন হাওলাদার এর মেয়ে সিনথিয়া আক্তার রুমি (১৩) গ্রামঃ পোর গোলা থানা ও জেলাঃ পিরোজপুর, ঐ দিন বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। অনেক খোজাখুজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন উক্ত ভিকটিম সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩/১০/২০২৪ তারিখে রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করেন। দরখাস্তকারী তরিকুল ইসলাম রাজীব ও ভিকটিমের পিতাঃ মোঃ আল আমিন হাওলাদার তাদের মেয়েকে পেয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।