
নৈতিকতার সমন্বয়, পেশাগত দক্ষতা, বৈষম্য দূরীকরণ ও বিভিন্ন শিক্ষা সম্বলিত লক্ষ্য -উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের। তারই ধারাবাহিকতায় শনিবার ৫ অক্টোবর সকাল ১০.০০ টায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে স্বাধীনতা চত্বর হয়ে আবার মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারী, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ এর ইংরেজি প্রভাষক মোঃ শফিউল আলম বকুল এর সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি ও নওলামারি আলিম মাদ্রাসা প্রভাষক মো: শাহীন শাহিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সভাপতি(জিএ) এবং ডাক্তার আফসার উদ্দিন ডিগ্রী কলেজ এর প্রভাষক মোস্তাফিজুর রহমান তাসলিম, ফেডারেশনের উপদেষ্টা ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন ও ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ডক্টর আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি আশকার আলী, সেক্রেটারি জিয়াউল হক জুয়েল, ফেডারেশনের জেলা সহসভাপতি অধ্যাপক মাওলানা মো জহুরুল ইসলাম মামুন,মাদ্রাসা শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শফিউদ্দিন, কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদের সভাপতি শাহাবুল হক ও কাওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, হিফয খানা শিক্ষক পরিষদ সভাপতি হাফেজ মোঃ জহুরুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ মোঃ জুনায়েদ হোসেন।এছাড়াও বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুল, কিন্টার্গাটেন ও হিফযখানার শিক্ষক -শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।










