নুরুজ্জামান খোকন : পিরোজপুর কাউখালীতে ৩ অক্টোবর (বুধবার) রাত আনুমানিক ১২টার সময় ৪নং চিড়াপাড়া ইউনিয়নের জিএম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে ৪/৫ জন অপরিচিত লোক হেটে যেতে দেখতে পান ব্যবসায়ী মোঃ রহিম হোসেন, তিনি দোকান বন্ধ করে বাড়িতে যাবার পথে ঘটনাটি ঘটে।অতঃপর রহিম তাদের গায়ে টর্চ লাইট মেরে ডাক দিলে, তারা রাতের আঁধারে বিভিন্ন রাস্তা দিয়ে দৌড়ে পালাতে থাকে, পথিমধ্যে আবু শাহিন ফকির চিড়াপাড়া ব্যবসায়ীর সাথে রহিমের দেখা হলে তাকে বিস্তারিত বলেন এবং একজন চিড়াপাড়া রোডে একটি ব্যাগ সহকারে দৌড়ে পালাচ্ছে বলে তাকে অবগত করেন, তাদের ধারণা রাতের আঁধারে চুরি অথবা ডাকাতি করতে এসেছে। দুজনে মিলে মোটর বাইকে পিছু নিলে একজনকে ভারী ব্যাগ হাতে দৌড়ে পালাতে দেখে আটকানোর চেষ্টা করে, অতঃপর চোর মিল্লাত হোসেন এলোপাতাড়ি হাতে থাকা হাইড্রোলিক তালা কাটা মেশিন দিয়ে মোঃ আবু শাহিন ফকির ও মোঃ রহিম হোসেনকে দুজনের মাথায় আঘাত করলে আবু শাহিন আহত হওয়ার পরেও সাহসিকতার পরিচয় দিয়ে অপরাধী মিল্লাত হোসেনকে জাপটে ধরেতে সক্ষম হয় এবং আহত রহিম হোসেনের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এসে চোরকে ধরে কাউখালী থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে আহত আবু শাহীন ফকির ও মোঃ রহিম হোসেন কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান। কাউখালী ডিউটিরত থানা পুলিশ কর্মকর্তা বলেন, আটক মিল্লাত হোসেন (৫০) রাজাপুর থানা কাঠিপাড়া গ্রামের মৃত নাজিম আলীর পুত্র। ৪ অক্টোবর শুক্রবার সকালে মিল্লাত হোসেনকে চোর সন্দেহে মামলা নথিভুক্ত করে, পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।