চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের তিনদিন পর চিৎলা ইউনিয়নে আইন্দিপুর মাঠের খাল থেকে পাখি ভ্যানচালক আলমগীর হোসেন ( ৪৫) নামে একজনের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার ( ২ই আগস্ট) প্রতিদিনের মত পাখি ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে গেলে রাতে আর ফিরে আসে নাই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায় নাই। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা মাঠে কাজের উদ্দেশ্যে গেলে পান বরজের পাশে একটি ছোট খালে একজনের মরা দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা পুলিশের সংবাদ দিলে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয়ে ভ্যানচালক আলমগীর হোসেনের লাশটি উদ্ধার করে। নিহত আলমগীর হোসেন ভালাইপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, তিন দিন আগে আলমগীর বাড়ি থেকে নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন চিৎলা ইউনিয়নে আইন্দিপুর মাঠের খাল থেকে পাখি ভ্যানচালক আলমগীর হোসেনের লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। নিহত ভ্যানচালক সহজ-সরল ছিলো বলে জানায় এলাকাবাসী। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।