
ওমর ফারুক আহম্মদ : নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সোনাজুর দক্ষিণ পাড়া গ্রামে আগুন লেগে মানিক মিয়া নামের এক কৃষকের ৬ গরু পুড়ে দগ্ধ হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । বুধবার (০২ অক্টোবর ) দিবাগত রাতে উপজেলার সোনাজুর দক্ষিণ গ্রামের মানিক মিয়ার গোয়াল ঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর ) সকালে উপজেলার সুখারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারটি গরু দগ্ধ হয় । দুটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মানিক মিয়া বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে হঠাৎ করে আগুন লেগে আমার গোয়াল ঘর পুড়ে যায়, এতে আমার ৬টি গরু দগ্ধ হয়, এরমধ্যে চারটি গরুর অবস্থা আশঙ্কাজনক, এতে করে আমার ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান বলেন । ঘটনাস্থল পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










