মীর রোকনুজ্জামান : আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দের নিজেদের মধ্যে আরো বেশি ঐক্যবদ্ধকরণ ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি করণের লক্ষ্যে ০১/১০/২০২৪ ইং তারিখ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা চৌধুরী টাওয়ারে কার্যকরি পরিষদ সহ সকল সদস্যদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ ইউনুচ আলী মন্ডল। প্রধান অতিথী ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাহিদ হাসান। বিশেষ অতিথী ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হোসেন। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক (১) মোঃ সন্জু আহমেদ, যুগ্ন সম্পাদক (২) মোঃ আব্দুল্লাহ্ হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাজিব, সহ-সভাপতি মোঃ সোহেল তানজিদ হিরো, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহারিয়ার শরিফ, সিনিয়ার সদস্য মোঃ সোহেল হুদা, সদস্য মোঃ জাহিদুল ইসলাম চঞ্চল, শেখ মহিদুল ইসলাম সহ অনেকে। উক্ত মতবিনিময় সভায় বক্তারা আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কে একতাবদ্ধ হয়ে আরো সমৃদ্ধশালী করার ব্যাপারে প্রত্যয় ব্যাক্ত করেন। পাশাপাশি সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এন.এইচ শাওন উপস্থিত সকল সদস্য ও কার্যকরি পরিষদকে কর্মচাঞ্চল্য ও একতাবদ্ধ হয়ে দুর্নীতি ও হলুদ সাংবাদিকতার ব্যাপারে লাল কার্ড দেখিয়ে কাঁধে কাঁধ মিলে বৈষম্যহীন ২য় বার স্বাধীন দেশের মানুষের জন্য কাজ করার ব্যাপারে আহবান করেন।