তৌহিদ,সহসম্পাদক : আসন্ন দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে পালন করতে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মাগুরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মাগুরা প্রেসক্লাব হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির সাবেক ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমেদ, জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহব্বায়ক রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম এ বছর মাগুরা সদর উপজেলায় ১৯৭টি, শ্রীপুরে ১৩৫টি, শালিখায় ১২০টি ও মহম্মদপুরে ১০২টি পূজা মন্দিরে দূর্গা পূজা উদযাপন হবে। মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল।এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাল, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের স্বপন কুমার সিংহ, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু ঠাকুর। সভায় পূজা উদযাপন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে করতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে বিএনপি নেতারা মত প্রকাশ করেন।