
বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে ৩০ শে সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার সময় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আলমডাঙ্গা আলেয়া মাদরাসা থেকে শুরু হয়ে স্বাধীনতা ৭১ মোড় প্রদক্ষিন করে আলতায়েরা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মহিলা কলেজের প্রবাসক শফিউল আলম বকুলের সমাপনী বক্তব্য মধ্য দিয়ে শেষ হয়। রাকিব মাহমুদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আবির আনম ,নাজমুস সালেহিন, কামরুল হাসান কাজল ,আলেম মো: রাজন আলী, তাওহীদ হোসেন, খন্দকার আলিফ, বক্তরা মুসলিম এবং মহানবী( স:) কে কটুক্তি করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবী জানান এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও সকল শ্রেণি
পেশাজীবী মানুষ।










