
তৌহিদ, :মাগুরার ওয়াপদা থেকে শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে ২ যাত্রী ইমন মোল্লা নামে এক দরিদ্র ভ্যান চালকের ভ্যান নিয়ে পালিয়েছে।
শুক্রবার ২৭ সেপ্টেম্বর যাত্রী বেশে ওয়াপদা থেকে শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে বিকাল ৫ টায় ইমনের ভ্যান ভাড়া করে। ভ্যানটি বরইচারার কাছাকাছি পৌছালে দূর্বৃত্তরা তাদের কাছে থাকা হাতুড়ি দিয়ে ভ্যান চালক ইমনকে পিটিয়ে রাস্তার উপর ফেলে রেখে ভ্যান নিয়ে গোয়ালদার দিকে চলে যায়। পরে কিছু পথচারী ভ্যান চালক ইমনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ইমন শ্রীপুরের নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের আলতাফ মোল্লার ছেলে। এই ভ্যানটিই ছিলো তাদের একমাত্র উপার্জনের বস্তু।বর্তমানে ভ্যানটি হারিয়ে পরিবারটি দিশেহারা।
ভিউ: ২১১










