মোটরসাইকেলে মাদক বহনকালে ১৬১ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৬সেপ্টেম্বর২০২৪ ইং তারিখ ১৩:০০ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৩নং ঝিলিম ইউনিয়নের আমনুড়া বাজারস্থ আমনুড়া মডেল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার ও জনৈক তোজাম্মেল এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নাহিদ ইসলাম (২২), পিতা-মোঃ আতাউর রহমান, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-চাকপাড়া ঢুলিপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১৬১ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে মোটরসাইকেলের বিভিন্ন অংশের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31