অজয় কর্মকার : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আসন্ন দূর্গা পূজায় সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি করে চট্টগ্রাম জেলা কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি-এড.নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক-সুগ্রীব মজুমদার দোলন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয় কমিটিতে আহ্বায়ক-অরুপ চৌধুরী ও সদস্য সচিব-হারাধন দাশ কে নির্বাচিত করা হয়।এ ছাড়া যুগ্ন-আহ্বায়ক শিবু চক্রবর্তী,সুমন দাশ,লিটন দে এবং সদস্য হিসেবে ডা.দয়াল হরি শীল,ডা.সন্তোষ কুমার শীল,সাজু দাশ,রনি কান্তি দাশ,অরুপ নাথ,ওম প্রকাশ দে,জয় চক্রবর্তী,নয়ন তালুকদার,মাস্টার রাজীব দত্ত ও ডা.দীপক শীল কে নির্বাচিত করা হয়
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার নব-নির্বাচিত আহ্বায়ক শ্রী অরুপ চৌধুরী মহোদয় জানান যে আসন্ন শারদীয় দূর্গা পূজায় এই সমন্বয় কমিটি পূজার সকল সাংগঠনিক দায়িত্ব পালন করবে এবং শারদীয় দূ্র্গা পূজায় শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনা অনুযায়ী যাবতীয় কাজ সম্পাদন করবেন।