মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাব্দালপুর বাজার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে বিএনপি পন্থী কিছু রাজনৈতিক ব্যক্তি চা পানের জন্য সাব্দালপুর বাজারে আসে এ সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িতদুলাল মোল্লা"র ছেলে সাব্বির ও আনসার মোল্লা"র ছেলে আলাম মোল্লা"র নেতৃত্বে ২০/২৫ জন লোক বিএনপি সমর্থকদের উপর হামলা চালায়। এর ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।এতে যারা আহত হন তাদের হলো- রেজাউল ইসলাম, ইকবাল মীর,ইবাদত মোল্লা, চঞ্চল, মিলন শেখ,মারুফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
ঘটনার বর্ননা দিতে গিয়ে মাগুরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন সাব্দালপুর গ্রামের দুলাল মীরের ছেলে ইকবাল মীর বলেন,"বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সোহান মারা গেলে ঢাকায় সাব্বিরের নামে মামলা হয় ঞ মামলার রেশ ধরে আমরা বিএনপি করি তাই সাব্বির আমাদের উপর হামলা চালায়। বিগত সরকার আমলেও সাব্বির সরকার দলীয় লোক হওয়ায় আমাদের বাড়ী ঘরেও হামলা করেছে এবং হাফিজ মেম্বারকে গুলি করে।এবিষয়ে তৎকালীন এমপি শেখর সাহেবে তাকে সহযোগিতা করতো। বর্তমানেও আমরা বিএনপি করায় আওয়ামী লীগের হাতে মার খাচ্ছি।আমি এর সুষ্ঠু তদন্ত সহ ন্যায় বিচার চাই।সাব্বির ও আলাম মোল্লা চিহ্নিত সন্ত্রাসী তাদের নামে ১০/১৫ টি মাডার মামলাও আছে অথচ তার এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছ।