
কালিগঞ্জে ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে অবৈধ মাদক দ্রব্য আত্মসাতের অভিযোগ উঠেছে ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর,নওদাবাস ইউনিয়ন এর নৌকা মোড়ে বন্ধুর বাজার এলাকায় সচেতন নাগরিক মিলে ফেনসিডিল এর একটি বড় চালান আটক করে
গত ২১/০৯/২৪ তারিখ রোজ শনিবার ৬.৫০ মিনিট বন্ধুর বাজার থেকে ধাওয়া করে নৌকা মোড়ে গিয়ে মাল সচেতন নাগরিক সমাজ ইউপি সদস্যের ও তার ছেলে ১. মোঃ নিজাম উদ্দিন ইউ তার ছেলে লাদেন মিয়া ছাত্র দলের কর্মী পরবর্তীতে এই অবৈধ্য বোতল ইউ পি সদস্য নিজাম উদ্দিন ও তার ছেলে লাদেন মিয়া থানায় জমার কথা বলে তারা বোতল গুলো আত্মসাৎ করে বাপ ছেলে মিলে সচেতন নাগরিক সমাজ এর দাবি তাঁরা জানান এই অবৈধ্য মালামাল ধরে মানুষ কে দিয়ে তারা প্রায় প্রায় আত্মসাৎ করেন এলাকা বাসীর দাবি মালামাল কালীগঞ্জ থানা হেফাজতে অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জমা দেয়ার।










