সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরীরপুর পশ্চিমপাড়া গ্রামে দূর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে লুটপাট করেছে বলে খবর পাওয়া যায়।
সরজমিনে গিয়ে জানাযায়, বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন দিয়ে নতুন গৃহবধুর গলায় থাকা স্বর্ণের অলংকার চিনিয়ে নিয়ে যায়।জানাযায়, শরীফপুর গ্রামে মৃত হাজী চান মিয়ার ছেলে জহর মিয়া (৫৫) বাড়ীতে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদূর্শী শরীফপুর গ্রামের মৃত আব্দুল হাফিজ এর ছেলে মো: আবু সিদ্দিক (৪২) জানান, ভোর ৫ টার দিকে মসজিদে নামাজ করার জন্য যাওয়ার পথে দেখতে পাই জাহাঙ্গীর তার দল বল নিয়ে জহুর মিয়ার বাড়ীর দিকে যাইতেছে। নামাজ শেষে গিয়ে গেখি বাড়ীতে আগুন দাও দাও করছে। আগুন নিবানোর পরে জানতে পাই আগুন জ্বালিয়ে লুটপাট করে তারা চলে গেছে। একই গ্রামের মৃত গোল আহম্মদ এর ছেলে মো: ফুল মিয়া (৩৭) জানান, ৫ টায় ঘুম থেকে উঠে দেখি জাহাঙ্গীর তার দলবল নিয়ে জহর মিয়ার বাড়ী এসে ঘরের ভিতর আগুন দিয়েছে, জহর মিয়ার বড় ছেলে সাইদ মিয়ার স্ত্রী সুরাইয়া (২০) তার গলার থাকায় স্বর্ণের হার দেড় ভরী ওজনের জোর করে নিয়ে চলে যায়। ভুক্তভোগী জহর মিয়া জানান, সকাল ৫ টার দিকে শরীফ পুর গ্রামের রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৮), তার ভাই ইকবাল হোসেন (৩৮), একই গ্রামের কটু মিয়ার ছেলে জামাল হোসেন (৪০), একই গ্রামের নবী মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), মন্নান মিয়ার ছেলে সুজন (২৪) সহ প্রায় ২১ জনের একটি দল অর্তকিত হামলা চালিয়ে আগুন লাগিয়ে লুটপাট করে। আমার ছেলের বউ এর কাছ থেকে দেড় ভোরি স্বর্ণের হাড় নিয়ে যায়। চলে যাওয়ার সময় ঘরে টিনের বেড়া দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কুবিয়ে ক্ষতি সাধন করে। উচ্ছ স্বরে বলতে শোনা যায় তোদের বিএনপি বাপদেরকে রক্ষা করতে বল। আমাদের আত্নচিৎকারে আশ পাশের লোক জন ছুটে আসার পর দূর্বৃত্তরা পালিয়ে যায়। আমি প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করছি।
এব্যাপারে জামালগঞ্জ থানার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।