তরিকুল মোল্লা : মোংলায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোংলা শাখার ব্যবস্থাপক মাসুদ বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জামায়াতে ইসলামের পৌর সেক্রেটারী এডভোকেট মোঃ হোসেন, ব্যবসায়িকদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মোঃ রাসেল মৃধা, ড্রেস কিং এর মিজানুর রহমান, বাবলু মেরিনের আক্তার হোসেন, ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিনিয়োগ বিভাগের প্রধান মহিউদ্দিন, অফিসার মতিয়ার রহমান, সঞ্চালনা করেন রহমাতুল্লাহ। আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ পল্লী বিনিয়োগে স্বচ্ছতা ও গ্রাহকসেবার মাধ্যমে দেশ ও বিদেশে ইসলামী ব্যাংক ব্যাপক সুনাম অর্জন করেছিল। যার কারণে বিশ্বের সেরা ১০০০ ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ইসলামী ব্যাংক এই মর্যাদা লাভ করে। এস আলম ২০১৬ইং সালে অবৈধভাবে এই ব্যাংকটির একক নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশী এবং বিদেশী শেয়ারহোল্ডারগণকে হতাশ করে তাদের শেয়ার বিক্রি করে দিতে বাধ্য করেছে। যারা সবাই দুর্নীতিবাজ ও অযোগ্য। তাদের দ্বারাই জনগণের টাকা লুটপাট করে নিয়েছে। এমতাবস্থায় বর্তমান গভর্নর ও সরকারের কাছে ব্যাংকটির শৃঙ্খলা ফিরিয়ে আনা, তদন্তপূর্বক এস আলমের নামে বেনামে নেয়া ব্যাংকের টাকা উদ্ধারের ব্যবস্থা করা। সৎ ও যোগ্য ব্যাক্তিদেরকে অন্তর্ভুক্ত করে পরিচালনা পরিষদ শক্তিশালী করা। সেইসাথে আমানতদারীদের আর্থিক নিরাপত্তা প্রদানসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়।