
শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাইতো বলতেই হয়” তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিবো”। এই জাতি গঠনে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে বৈষম্য দূরিকরণের লক্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ অন্যান্য দাবিতে হরিনাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের উদ্যোগে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শিক্ষা সচিবের বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এর পূর্বে দোয়েল চত্বরে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির হরিনাকুণ্ডু উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ বক্তা হিসেবে, বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু শিক্ষক সমিতির সেক্রেটারী মাকসুদুল হক টিটু। এছাড়াও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক নেতা খালেকুজ্জামান খালেক, নিয়ামত আলী, রেজাউল ইসলাম,জামিনুর রহমান, জামাল হোসেন সহ উপজেলার অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।










