মোঃ জাহিদ হোসেন :২৩ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টার সময় বরিশালের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন আইনশৃঙ্গলা বাহিনী নিয়ে হিজলা উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক রিপন খান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সুলতান কাজীর গোডাউন থেকে প্রায় ১ হাজার কম্বল উদ্ধার করে। জানাযায় স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রিপন খান একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।তিনি হিজলা মেহেন্দীগঞ্জে সাবেক এম পি পংকজ নাথের ডান হাত হিসেবে পরিচিত। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন এই রিপন খান এম পি পংকজ নাথের সব কাজ করতেন। তার ইশারার বাহিরে কোনো আওয়ামীলীগ নেতা চললে সকল দলীয় সুবিধা বঞ্চিত হত। রাতারাতি রিপন খান হয়ে ওঠেন কোটিপতি। তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো ছিল না। অসহায় দুস্ত গরীবের কম্বল উদ্ধারের বিষয় জানতে রিপন খানকে ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে। তিনি জানায় এ কম্বল এম পি পংকজ নাথের। জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামীলীগের দলীয় ক্রন্দল থাকায় বিতরণ করতে পারেনি। পরে উপজেলা পরিষদ নির্বাচন। গরীব দুস্তদের জন্য দেওয়া এ কম্বল একটি কোম্পানীর। কম্বল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হিজলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন জানায় স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থান থেকে আনুমানিক ১ হাজার পিচ কম্বল জব্দ করি। কম্বলের উপর লেখা রয়েছে (নট ফর সেল)। তবে ধারনা করা হয়েছে এ কম্বল গুলো গরীব দুস্তদের হবে। কেউ যদি অসৎ উদেশ্য রাখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।