মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলার হিজলাগৌরব্দী ইউনিয়নের দেবুয়া গ্রামে বিএনপির নেতাকর্মীদের ফাসাতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠছে । জানাযায় গত শনিবার সকালে দেবুয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে ডাকাত আশ্রায় দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় আব্বাস মাতুব্বারের বড় ছেলে মালেশিয়া প্রবাসী সাইদুল মাতুব্বর লাইভে গিয়ে বলেন বি এন পির নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণানাংলকার নিয়ে যায়। সরোজমিনে আব্বাস মাতুব্বরের বাড়িতে গেলে তার ছেলে আশিক ও মেয়ে মরিয়ম জানায় গতকাল সকালে ৮ থেকে ১০ জন লোক উঠানে এসে বাবার সাথে তর্ক করে । তখন মা প্রতিবাদ করলে তাকেও ধাক্কা দেয়। কিন্তু বাড়িতে কোনো হামলা ভাংচুর লুটপাট হয়নি বা কেউ ঘরে আসেনি। ভাইয়া বিদেশে থেকে মোবাইলে যা বলছে মিথ্যা কথা। স্থানীয় জসিম মোল্লা জানায় র্দীঘ ১৭ বছর আব্বাস মাতুব্বর ও তার ছেলেরা বি এন পির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানী করছে। ক্ষমতার দাপট দেখিয়ে ইটভাটা থেকে ইট,সরকারী গুচ্ছগ্রামের ঘর সহ মালামাল ও নদীর ট্রলার নিয়ে আসতো। তার ছেলেরা এলাকায় চুরি ডাকাতি করে বেড়াত । ভয়ে কেউ প্রতিবাদ করেনি। শেখ হাসিনা পতনের পরে দুই ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখন বি এনপির বদনাম করার জন্য পায়তারা করছে। এসব অভিযোগ অস্কীকার করে আব্বাস মাতুব্বর জানায় সেদিন বাড়িতে আমার উপর হামলা করে। কিন্তু ঘরে লুটপাট কিংবা ভাংচুর হয়নি। আমার ছেলে না জেনে এসব বলেছে। তাছাড়া ১৭ বছরের ক্ষমতায় থাকাকালীন আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে তা মিথ্যা।