সাগর আহমেদ জজ : নেত্রকোনার পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককের বিরুদ্ধে আর্থিকসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। বিদ্যালয়টি প্রধান শিক্ষক আর পরিচালনা কমিটির দ্বন্ধে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ঝরে পরছে শিক্ষার্থী। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয়দের। তবে, কর্তৃপক্ষ বলছে, এরিমধ্যে বিষয়টি তদন্ত করে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে প্রতিবেদন। স্থানীয়রা জানায়,নেত্রকোনার বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি দুলালী’র বিরুদ্ধে আর্থিক অনিয়ম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সাথে অসহযোগিতা ও র্দুব্যবহারসহ অভিযোগ তোলে কমিটির সদস্যরা। এনিয়ে বিভিন্ন দপ্তরে দেওয়া হয় অভিযোগও। অভিযুক্ত প্রধান শিক্ষক ফেরদৌসি দুলালী যোগদানের পর থেকেই নানা অনিয়মের কারণে বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। স্কুল কমিটি আর শিক্ষকের দ্বদ্ধের কারণে শিক্ষার্থী নেমে এসেছে অর্ধেকেরও কমে। অনিয়ম অব্যবস্থাপনা ও শিক্ষক-স্কুল পরিচালনা কমিটির দ্বদ্ধের কারণে ছয়শো শিক্ষার্থী থেকে কমে বর্তমানে ২১৩ জন শিক্ষার্থী রয়েছে।
বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি তরিকুল ইসলাম বলেন, এনিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানালেন তারা।
অভিযুক্ত প্রধান শিক্ষক ফেরদৌসি দুলালী বলেন, আমার বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগে মাধ্যমে আমাকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি আমার উদ্বোতনদের জানিয়েছি। পূর্বধলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুল হক বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে উদ্বোতন কর্তৃপক্ষের কাছে রির্পোট পাঠানো হয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবিরুল আহসান বলেন, লিখিত অভিযোগ পেয়ে দুই পক্ষকে ই ডেকে বিষয়টি মীমাংশা করা হয়েছে।