
মো: শুভ ইসলাম : (২৩ সেপ্টেম্বর, ২০২৪) রংপুর রেল স্টেশন এবং আশেপাশের এলাকায় মানসিক ভারসাম্যহীন ও রাস্তার অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও পানি দেওয়া হয়েছে। রংপুর শহরের রাস্তায় অসংখ্য অসহায় মানুষকে দেখা যায়, এসব অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসন নিয়ে কোন সংগঠন কাজ না করলেও এগিয়ে এসেছে শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ তাদের পানি মাঝে শুকনো খাবার ও পানির বোতল সরবরাহ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন – সংগঠনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ, সদস্য তানভীর, মারুফা, বৃষ্টি, রুমা, আরিফাসহ আরও অনেকে। বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ বলেন, “অসহায় মানুষের ক্ষুধার যন্ত্রণা হয়তো কেউই অনুভব করছে না, আমাদের আশেপাশে এমন অনেক মানসিক ভারসাম্যহীন রোগী আছে যাদের দেখার কেউ নেই । পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষেরা রোদ বৃষ্টির মাঝেও সড়কে পড়ে থাকে । এসব দুর্দশার চিত্র দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে। এরপর তাদের মাঝে শুকনো খাবার ও পানির বোতল সরবরাহ করি । আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয় , তাই ইচ্ছে থাকলেও অর্থ সংকটে বড় কাজ করতে পারি না । সমাজের দায়িত্বশীল মানুষেরা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আরো অনেক কিছু করা সম্ভব। উল্লেখ্য শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ প্রতিষ্ঠার পর থেকেই অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । সংগঠনটিতে বর্তমানে ১২০ জন সদস্য রয়েছে যারা প্রত্যেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী










