
কবিতা,”দেশ শাসন”
কলমে,আজিজুর রহমান
একেক রকম চোরের ধরন,
চুরি করার কায়দা কারণ।
জনগণের ঠান্ডা গরম,
শূলে চড়ে দিচ্ছে শরম।
পড়াশোনা করতে বারন,
ষোলআনা পূর্ণ কখন।
দেখার বিষয় তাইতো এখন,
মুচলেকা দিয়ে নিন্দ্রায় জনগণ।
হাসতে খেলতে জীবনের মরণ
ভাতের তরে আহ জীবন।
করতে হবে ন্যায়ের শাসন
নয়তো রাজপথ হবে গরম।
শহীদের প্রতি শ্রদ্ধা স্মরণ
অতীত ভালো করেনা স্মরণ।
আস্তা আছে এখনো যখন,
নিশ্চয় হবে দেশ শাসন।
**সমাপ্ত *****
ভিউ: ২৩৯










