
তৌহিদ,সহসম্পাদক : মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কীকে সকল ধরনের ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার চেয়ে মিছিল ও মানববন্ধন করেছে মাগুরার ক্রিকেট প্রেমী জনতা।
রবিবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় মাগুরা জেলা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়েনা মোড়,চৌরঙ্গীর মোড় হয়ে মাগুরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।
মাগুরা জেলার সকল ক্রিকেটার ও ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধনটি করা হয়। এ সময় গোর্কীর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, মাগুরা জেলা কোচ হিসেবে বিগত কয়েক বছর সে সঠিকভাবে দায়িত্ব পালন করে না। বরং অনুশীলনের সময় প্রায়ই সে পাখি শিকার করতে যায়। সে একজন চিহ্নিত মাদকসেবী এবং ছাত্রদেরকে জোরপূর্বক মাদক গ্রহণে বাধ্য করে,ইতিপূর্বে ফেইসবুকে অনেকেই তার এই অপকর্ম গুলো দেখেছে। যার ফলস্বরূপ অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়দের জীবন ধ্বংস হয়েছে। সে ছাত্রদের উপর অমানবিক শারীরিক নির্যাতন করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার ব্যক্তিগত কাজে খেলোয়াড়দের ব্যবহার করে, যেমন- বাজার করা, কাপড় ধোয়া ও অন্যান্য। সে মাগুরা জেলা ক্রিকেটকে পুঁজি করে ক্রিকেটারদের প্রাপ্য টাকা মেরে দিয়ে নিজে অনেক অর্থ আত্মসাৎ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তাই মানববন্ধনে আগত ক্রীড়া প্রেমীরা গোর্কীর হাত থেকে ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জোর দাবী জানায়।










